
আহসান হাবীব, মহেশপুর প্রতিনিধিঃ- প্রতিবারের ন্যায় এবারও হতে যাচ্ছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর বকুলতলার বাজারে সেই ঐতিয্যবাহী বান ফোঁড়ের মেলা। হিন্দু ধর্মালম্বিদের সোনাতন ধর্মের অনুসারিরা প্রতি বছর ২রা বৈশাখ মানুষের পিঠে লোহার বর্ষি ফুটিয়ে উচু চড়ক গাছে তুলে ঘুরপাক খাওয়ায়। হিন্দু মতে ২রা বৈশাখ হচ্ছে আগামী সোমবার। এবারও এই আকর্শিক মেলায় ৫ জন সন্নাসি রয়েছে। মেলা কমিটির সভাপতি শ্রী সাধন কুমার ঘোষ ও সাধারন সম্পাদক শ্রী সুবল কর্মকার জানান ১লা বৈশাখ থেকে শুরু করে ৪ঠা বৈশাখ পর্যন্ত থাকে কিন্তু মুলত ২রা বৈশাখ এই বান ফোঁড়ানো হয়। সেই হিসাবে আগামী সোমবার ২রা বৈশাখ দুপুর পর এই বান ফোঁড়ানো হবে।