
শামীম খান ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ২জনকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে প্রকাশ, ২৪শে ফেব্রুয়ারী রাত্রে বাঘাডাঙ্গা সীমান্তে মাঠের রাস্তা থেকে বাঘাডাঙ্গা গ্রামের মনির খলিফার ছেলে কবির হোসেন ও আলী কদর বিশ্বাসের ছেলে ইকতিয়ার কে বাঘাডাঙ্গা ক্যাম্পের টহল বিজিবি হাবিলদার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ৬০ বোতল ফেনসিডিল সহ আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় ২৫/২/১৮ইং তারিখে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ)২ ধারা মোতাবেক মামলা হয়েছে। যার নং ৩০(২)১৮।
বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জাহাঙ্গীর হোসেন জানান, আটককৃতরা মাদক চোরাকারবারী তাদেরকে মাদক সহ গত রাত্রে আটক করা হয়। রোববার দুপুরে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।