
বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ হেলাল উদ্দিন মাতুব্বরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগেরহাট জেলা বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বিবৃতিতে উল্লেখ করেন, দীর্ঘ ৩০ বছর যাবত মাওলানা মোঃ হেলাল উদ্দিন মাতুব্বর ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের ইমাম ও খতিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময়ে ওয়াক্তের নামাজ ছাড়াও জুম্মা ও ঈদের নামাজ পড়তে ষাট গম্বুজ মসজিদে গেলে তার সাথে দেখা হতো কথা হতো। তিনি অত্যন্ত জ্ঞানী ও এবং অমায়িক হৃদয়ের মানুষ ছিলেন। আল্লাহপাক তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করে নিন।
মাওলানা মোঃ হেলাল উদ্দিন মাতুব্বর বৃহস্পতিবার বেলা ১১:৩০ টায় অসুস্থ হয়ে পড়লে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঐদিন রাত ৯ টায় ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে সুন্দরঘোনা বাজেয়াপ্তি গ্রামে তার নিজের বাড়ির পাশে তাকে কবরস্থ করা হয়েছে।
Please follow and like us: