
মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে শোক দিবসের র্যালীটি আঁঠারমাইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে বাসষ্ট্যান্ড চত্ত্বরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির আহবায়ক হালদার শাহাদাৎ হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইমান আলী মোড়ল। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ, শেখ আবু বকর সিদ্দিক, শেখ মশিয়ার রহমান, হযরত আলী মোড়ল, আব্দুল গফফার, আইয়ুব আলী মাহামুদ, মাষ্টার আফসার উদ্দীন, ইনছার মাহমুদ, বায়েজিদ মোড়ল, কালাম হালদার, লেওকাত মোড়ল, মহিদুল ইসলাম, রেজাউল করিম, রজব আলী, নওয়াব আলী, মোহাম্মদ আলী, আবুল শেখ, সুলতান, মোসলেম, আব্দুল গফুর, আক্কাজ আলী, রফিকুল মোল্যা, শহিদুল হালিম, শাহাজান, আলমগীর, তোহিদ, মাহাবুর, মাসুদ, বাবু, জামান প্রমুখ।