
দাগনভূঁঞা প্রতিনিধি: আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে এবং নৌকার পক্ষে ভোট আহবানে দাগনভূঁঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নে মোমারিজপুর গ্রামে তৃনমূল বৈঠক ও মহিলা সমাবেশ শুক্রবার(১৩ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার।
ওয়ার্ড আ’লীগ এর সভাপতি ডাঃ ইকবাল হোসের এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক নুরুল আলম রাসেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাাখেন,থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম বেলাল,আ’লীগ নেতা মোজাম্মেল হক মিন্টু,ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব রবি,ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আউয়াল জসিম,ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক আব্দুল আউয়াল নাজমুল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,দাগনভূঁঞা পৌর কাউন্সিলর মনিরুজ্জমান সবুজ,ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি আয়েশা আক্তার,উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাজমা আক্তার,জয় বাংলা পরিবারের আহবায়ক জিয়া উদ্দিন মাসুদ,বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি মাঈন উদ্দিন সেলিম,ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইকবাল মামুন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত মহিলাদের মাঝে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং নৌকার পক্ষে ভোট আহবান করেন।