
দাগনভূঁঞা প্রতিনিধি:- ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার-এর সৌজন্যে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা আ’লীগের সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক নুরুল হুদা হুদন, সাংগঠনিক সম্পাদক গোলাম বেলাল, আবু নাছের, মাতুভূঞা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল-মামুন, ফেনী জেলা পরিষদ সদস্য ছালেহ আহাম্মদ হায়দার, মাতুভুঞা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারিছ আহাম্মদ মিজান, সাধারন সম্পাদক আবদুর রব রবি, দাগনভূঞা পৌরসভার কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ, সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন মাসুদ, দাগনভূঞা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আফসার, ইউনিয়ন শ্রমিক লীগ সেক্রেটারি শিমুল, ছাত্রলীগ সেক্রেটারি ফজলুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইউনিয়নের প্রায় ৩ শতাধিক শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল তুলে দেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশারসহ অতিথিরা।
Please follow and like us: