
গতকাল সোমবার সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য প্রদানকারী সকলের মুখেই মাদক ও চোরাচালান বিষয়ে উদ্বেগ ও উৎকন্ঠার দেখা দেয়। সভার শুরুতে বিজিবি মধুগ্রাম বিওপি কমান্ডার সুবেদার মোঃ কবির আহাম্মদ মাদক ও চোরাচালান বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চম্পকনগর, পুর্ব মোকামিয়া ও ছয়গরিয়া এলাকায় সম্প্রতি মাদক ও চোরাচালান বেড়ে গেছে। বাঁশ কেটে ভেতরে ফেনসিডিল ডুকিয়ে নতুন কৌশল অবলম্বন করে মাদক কারবারিরা মাদক প্রচার করছে। তবে দেবপুর বিওপি কমান্ডার সুবেদার মোঃ শাহ আলম বলেন, সীমান্ত দিয়ে যেসকল চোরাচালান হচ্ছে তার শতভাগই ভারতীয় মালামাল। ইয়াবা প্রচার বেড়েছে উল্লেখ করে মহাময়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা বলেন, সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট চক্র নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এসকল গডফাদারের নিয়ন্ত্রণ করে আইনের আওতায় আনার আহবান জানান গরিবশাহ। মাদকের বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, মাদকসেবী কিংবা মাদক কারবারিরা আমাদের কারোনা কারো স্বজন। তাই মাদক নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবিষয়ে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, মাদকের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি। অতীতের তুলনায় ছাগলনাইয়া মাদকের অবস্থান সহনীয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবাই সবার অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করলে মাদক নিয়ন্ত্রণে আনা সহজ হবে। এছাড়াও সভায় ছাগলনাইয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারি সেবা জোরদার, হাসপাতালে গভীর নলকূপ স্থাপন, পৌর শহরের শূন্য রেখায় প্রধান সড়কের উপর সবজি ও মাছ ব্যবসায়ীদের যত্রতত্র ব্যবসা পরিচালনায় চলাচলে বিগ্নতা, যত্রতত্র সরকারি অনুমোধনহীন নূরানী মাদ্রাসা ও ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ক্ষতি সাধন ও ফসলী জমির মাটা কাটা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয় গুলো আলোচনায় স্থান পায়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া হাতের বলেন, সকল অনিয়ম প্রতিহত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন। তিনি আরো বলেন, সরকারি খাস জমিতে ছাগলনাইয়ায় ১১২ জন ভূমিহীনকে পুণর্বাসন করা হবে। প্রকৃত ব্যক্তিরা যাতে এ বরাদ্দের আওতায় আসে সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এসময় বক্তব্য প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, সিনিয়র উপজেলা মৎস অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, সাংবাদিক সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ। সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: