
নূরানী তা”লীমুল কুরআন চট্টগ্রাম বোর্ড থেকে বাংলাদেশের মধ্যে তৃতীয় শ্রেনীর সনদ পরীক্ষায় সর্বচ্চ নম্বর ৯০০ এর মধ্যে ৮৯০ পেয়ে প্রথম স্থান অধিকার করেন সিরাজগঞ্জ মিরপুর এমদাদিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার ছাত্র মোঃ ইয়ামিন সেখ। ইয়ামিন সেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১৫ নং ওয়ার্ড মিরপুর গ্রামের মৃত খবির উদ্দীনের পুত্র। এই বোর্ড পরীক্ষায় মোট পরীক্ষার্থী অংশগ্রহন করেন ৩ লক্ষ ৫৩ হাজার ১৫২ জন । আনুষ্ঠানিক ভাবে আজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় ইয়ামিন সেখের কাছে ফলাফল হস্থান্তর করেন অত্র মাদ্রাসার পিন্সিপাল হাফেজ আবু হুরায়রা ও মাদ্রাসার সভাপতি হাজী কোরবান আলী। এসময় উপস্থিত ছিলেন মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল হোসেন তাপস, যুগ্ন্য সাধারন সম্পাদক আব্দুস সামাদ, গ্রাম পঞ্চায়েত কমিটির সদস্য নাসির উদ্দিন, আ্ব্দুল কুদ্দুস , হাজী মালেক, সুখ পাখির পরিচালক ডা: গোলাম কিবরিয়া। ইয়ামিন সেখ বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করায় মাদ্রাসার ছাত্র সহ গ্রামবাসি ফুলের মালা দিয়ে বরন করে নেন ছাত্রকে এবং দোয়া শেষে বিজয় র্যালী করেন।