
সাজ্জাদ হোসেন সাখাওয়াত
–
দিন যাচ্ছে চলে রাত আসে
শীতের প্রকটতর মানবতা ভাসে
শহরে গ্রামে পথে প্রান্তে বৃদ্ধা মায়ের অন্তে।
বাতাসে আসে ঠাণ্ডা বায়ু শীতে গরম জামা নাই
সূর্যের দেখা নাই বলে আজ কাজের দেখা নাই।
দানখয়রাত আজ মিডিয়াওয়ার্ল্ডে বাস্তবে শূন্য
আমরা সত্যি মানবতায় অকৃপণতা জরাজীর্ণ।
–
আজ বিলিপ্ত মানবতা নামক শব্দটি
বই খাতা বিজ্ঞ ব্যক্তি মাথায় এই শব্দ খাঁটি
আত্মশুদ্ধি আত্মবিলাপ আত্ম গুণগান করে
আমরা থাকতে চাই সমাজের উচ্চ তরে
মানবতা শব্দ টি বাদ দিয়ে পার পেয়েছে সর্বস্তরে।
–
আমাদের মানবিক গুন নাই
মানবিক গুন থেকে জন্ম হয় মানবতা
মানবিক গুন থাকলে ধ্বংস হয় বর্বরতা।
আজ মানবিক কথা বলে, রাস্তায় ঘুরপাক খেয়ে
পথ হারিয়ে যাওয়া মানুষরূপী সত্তা, যাকে কবি বলে সবাই।
আজ মানবিক কথা বলে, গরীব অর্থহীন গ্রামের মাষ্টার যার নুন আনতে তেল পুরিয়ে যায়।
আজ মানবিক কথা বলে ঋণে দেওয়ালী হয়ে যাওয়া কৃষকের মুখে।
আজ মানবিক কথা বলে, রাস্তা ফুটপাতে দিন কাটানো জীবন যুদ্ধ হেরে যাওয়া লোকটির মুখে।
–
সভ্য সমাজে মানবতা বলতে গরীবের জন্য উপহাস করা
মানবিক ব্যক্তি তাদের কাছে পাগল, উম্মত, আহম্মদ।
সময় এখন মানবতার, মানব সেবাই হয়ে উঠক
সবার উত্তম ধর্ম।
Please follow and like us: