২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • মানব সেবাই যাদের লক্ষ্য,দুই বছরে ৮১ জনকে সহায়তা প্রদান




মানব সেবাই যাদের লক্ষ্য,দুই বছরে ৮১ জনকে সহায়তা প্রদান

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২৩, ২১:২৬ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যেখানে টাকার অভাবে অসহায় দরিদ্র রোগী চিকিৎসা নিতে পারছেন না,দুস্থ্য শিক্ষার্থী তার পড়াশুনার খরচ যোগাতে পারছেন না, এমন খবর পেলেই ছুটে গিয়ে তাদের সহায়তা প্রদান করেন সেচ্ছাসেবী সংগঠন সামাজিক ফান্ড ফুলবাড়ী।
বন্ধুদের সঞ্চিত অর্থে শিক্ষা,চিকিৎসা ও সেবা, তিনটি বিষয় নিয়ে দুই বছর ধরে এলাকার দুস্থ্য শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন এই সেচ্ছাসেবী সংগঠন সামাজিক ফান্ড ফুলবাড়ী।

২০২১ সালের ১লা সেপ্টেম্বর, ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের সমন্বয়ে গঠিত হয়ে যাত্রা শুরু করে এই সেবামূলক সংগঠনটি। ইতমধ্যে তাদের এ সামাজিক সেবামুলক কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

সংগঠনের দুই বছর পুর্ণ হওয়ায়, শুক্রবার সকাল ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় সভা কক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে সামাজিক ফান্ড ফুলবাড়ীর আয়োজনে সংগঠনের অন্যতম সদস্য শিক্ষিকা শামিমা আক্তার সুমি’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন,সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায়,প্রবিণ শিক্ষক আব্দুল কুদ্দুস আকন্দ,সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী,চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম,ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী বাবলু প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন সামাজিক ফান্ড ফুলবাড়ীর অন্যতম সদস্য ব্যাবসায়ী রুবেল হোসেন,ডা.নাজমুল হোসেন শাহ্,ব্যবসায়ী সাদরুল ইসলাম শিমু। এসময় সংগঠনের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সভা শেষে একজন দরিদ্র অসহায় রোগী ও একজন দরিদ্র শিক্ষার্থীকে নগদ আর্থিক সহায়তা ও একজন অসুস্থ্য দুস্থ্য নারীকে হুইল চেয়ার প্রদান করা হয়।
সেচ্ছাসেবী এই সংগঠনের সদস্যরা জানান,সামাজিক ফান্ড ফুলবাড়ী নামের এই সংগঠনটি একটি সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। এটি ২০০৩ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের সমন্বয়ে ২০২১ সালের ১লা সেপ্টেম্বর ১৪জন বন্ধুদের নিয়ে সংগঠনটি গঠন করা হয়। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ৫২জন। এই সংগঠনের বন্ধুরা দেশের বিভিন্ন স্থানে কর্মরত থেকে সকলে মিলে সংগঠনের ফান্ডে-অর্থ জমা করে,সেই অর্থ দিয়ে এলাকায় সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। যা দুই বছরে এলাকার ৮১ জনকে এই সহায়তা প্রদান করা হয়েছে।
মানব সেবাই তাদের মুল উদ্যেশ্য,সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই তাদের সামর্থ অনুযায়ী এলাকার দুস্থ্য শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। আগামীতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET