মানিকগঞ্জ শহরের বেউথা ঘাট এলাকার ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের দুই ব্যবসায়ীকে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহদাত খন্দকার এই কারাদণ্ডাদেশ দেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- ওই ঘাট এলাকার মৃত দুলাল রবিদাসের ছেলে সুজন রবিদাস (২৫) ও মৃত উফাজ উদ্দিনের ছেলে মো. আরজান আলী (৩০)।
দুপুরে নিজ এলাকা থেকে পৃথকভাবে ২৫টি ইয়াবা বড়িসহ সুজনকে এবং ১৫টি ইয়াবা বড়ি ও একশ’ গ্রাম গাঁজাসহ আরজানকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য অধিদপ্তরের মানিকগঞ্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, ওই দুইজন ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা করেন। এ কারণে দুপুর সোয়া তিনটার দিকে বেউথা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই সংখ্যক ইয়াবাসহ সুজনকে আটক করা হয়।
এর আধা ঘণ্টা পরেই ওই সংখ্যক ইয়াবা ও গাঁজাসহ আরজানকে আটক করা হয়।
এরপর তাদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। সেখানে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে ওই কারাদণ্ডাদেশ দেন।
এর পরপরই তাদেরকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।