২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মানুষের জন্য কিছু করায় আনন্দ ও তৃপ্তি আছে:জেলা প্রশাসক




মানুষের জন্য কিছু করায় আনন্দ ও তৃপ্তি আছে:জেলা প্রশাসক

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৪ ২০১৮, ১৯:১৪ | 697 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
মানুষের জন্য কিছু করায় আনন্দ ও তৃপ্তি আছে। যা অন্য কোন কাজে নাই। আর ফায়ার সার্ভিসের সদস্যরা মানুষের জন্য কিছু করে। আগুন লাগলে মানুষ যখন তাদের জীবন বাঁচাতে নিজেদের সম্পদ ফেলে পালিয়ে যায় তখন ফায়ার ফাইটাররা তখন জীবনের ঝুঁকি নিয়ে তাদের সম্পদ বাঁচাতে আগুন নিভাতে কাজ করে। আগুন নিভানোসহ বিভিন্ন দুর্যোগে কাজ করতে গিয়ে অনেক ফায়ার ফাইটার আহত বা নিহত হন। আন্তজার্তিক ফায়ার ফাইটার্স ডে-২০১৮ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরে আয়োজিত আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহীর জেলা প্রশাসক এস.এম আব্দুল কাদের। তিনি বলেন, শেষ সময়ে সবাই সমান। কিন্তু মানুষ সারা জীবন তাকেই মনে রাখে যিনি মানুষের জন্য কিছু কাজ করে। পৃথিবীতে কি কাজ করলাম এটা চিন্তা করতে হবে। প্রতিটা ধর্মে আছে সেবা করার কথা। মানুষের সেবা করতে হবে। জনগনকে সম্মান দিতে হবে। কারন জনগনের টাকায় সরকারী কর্মচারীদের বেতন হয়। তিনি আরো বলেন, সরকারি অফিসগুলোতে যেভাবে সেবা পাওয়ার কথা সেভাবে সেবা পাচ্ছেনা জনগন। এ সেবার মান বৃদ্ধি করতে হবে। আর এজন্য নিজেকে সংশোধন করতে হবে। দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে। গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল রাজশাহী সদর দফতরের উপ-পরিচালক নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল রাজশাহী সদর দফতরের সহকারী পরিচালক আহসানুল কবির। বকক্ত্য দেন, ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর হুমায়ন কবির, সোহেল রানা, কমিউনিটি ভলেন্টিয়ারের দল নেতা শেখ রহমতুল্লাহ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ওয়ার হাউজ ইন্সপেক্টর ফারুখ। উপস্থিত ছিলেন ওয়ার হাউজ ইন্সপেক্টর আব্দুর রউফ, শহীদুল ইসলাম, আবু সামা, স্টেশন অফিসার ফরিদ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে গোদাগড়ীতে জঙ্গি হামলায় শহীদ মতিনের পরিবারকে ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা শেষে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET