
মানুষ ও মানুষ
মোহাম্মদ সোহরাব হোসেন
সৃষ্টির সেরা জীব মানুষ জাতি আমরা সবাই জানি,
আঠারো হাজার মাখলুকাতের সেরা কুরআন হাদীসেরও বাণী।
আমি মানুষ তুমি মানুষ, মানুষতো মোরা সবাই,
সব মানুষের মাঝে কি আমরা মনুষ্যত্ব খুঁজে পাই?
বিশ্বের মাঝে মানুষের মাঝে কেন এত হানাহানি,
এসবের শেষ পরিণতি কি আমরা সবাই জানি?
বিবেক বুদ্ধি হারিয়ে মানুষ কত কি যে পারে?
মানুষ হয়ে মানুষকে হত্যা এই নিৎকৃষ্ট কাজটি ও করে।
লোভে-ক্রোধে যখন মানুষ অপরকে আঘাত করে,
কান্ডজ্ঞান হারিয়ে মানুষ পশুর রুপদান করে।
এক মানুষ চুরি করে আরেক মানুষ ধরে
তাকে শাস্তি দিতে গিয়ে মনুষ্যত্ব হারিয়ে ফেলে।
কাজের লোক রাখে যখন মানুষ মনিব সেজে,
তখন মানুষ কি মনে রাখে না সেও মানুষ বটে।
এক মানুষের অন্ন কেঁড়ে অন্যে বিলাস করে,
ক্ষুধার্ত লোকটি তখন চটপটিয়ে মরে।
নিজের সন্তানকে মানুষ শুধুই মানুষ মনে করে,
অন্যের সন্তানটিকে আবার হাতুড়ি দিয়েও মারে।
কেউবা আবার গরীব দুখী মেহনতি মানুষের অর্থকড়ি মেরে,
ভোগ বিলাসে মত্ত থাকে অট্টালিকার পরে।
অহংকার করে মানুষ অন্য মানুষের সাথে,
অহংকারের পরিণতি কি একবারও কি ভাবে?
এরাও মানুষ ওরাও মানুষ মানুষ মানুষের তরে,
সব মানুষের মাঝে মোরা মানুষ বলবো কারে।
কবে যে মোরা হব মানুষ ভেবে পাই না কূল,
মানুষ হয়েও আমাদের মাঝে রয়েছে অনেক ভূল।
যদি মানুষ হতে হয় এই পৃথিবীর তরে,
প্রত্যেকের নিজের ভুল শুধরাতে যে হবে।
মোহাম্মদ সোহরাব হোসেন, শিক্ষক, লেখক, কবি ও সাংবাদিক। শিক্ষক: ইসলামপুর উচ্চ বিদ্যালয়।
নাঙ্গলকোট,কুমিল্লা