নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ মান্দার জনগনের প্রানপ্রিয় নেতা এ্যাড. নাহিদ মোর্শেদ বাবুর নামে বানোয়াট অভিযোগ এনে সংবাদ প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ মান্দা বাসির
গত ৩১-১০-২০১৯ নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু ও তার ভাই হারুনর রশীদ সোহেল উপজেলার গনেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকে বিরুদ্ধে দেশের সুনামধন্য জাতীয় পত্রিকাসহ বেশকয়েকটি আঞ্চলিক ও অনলাইন পোর্টালে” মান্দায় আওয়ামী লীগ নেতার ঘুষ বানিজ্য” শিরোনামে একটি বানোয়াট সংবাদ প্রচার করা হয়। সংবাদে উল্লেখ করা হয় যে এ্যাড নাহিদ মোর্শেদ বাবু ও তার ভাই হারুনর রশীদ সোহেল নিজ ইউনিয়নে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়, এছাড়া নাহিদ মোর্শেদ বাবু কাঞ্চন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দিতে ১০ লক্ষ টাকা, মিরপুর দাখিল মাদ্রাসায় বেশ কয়েকজন শিক্ষক নিয়োগ দিয়ে প্রায় ১ কটি টাকা ও উপজেলার সাতবাড়িয়া বাজারের ডিশ ব্যবসায়ি মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে তা না পাওয়ায় তার ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মোয়াজ্জেমের ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙ্গচুর করেন বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে তদন্তে নামলে জানা যায় এ্যাড নাহিদ মোর্শেদ বাবুর বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো ভিত্তিহীন এবং বানোয়াট। কাঞ্চন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অর্থ লেনদের মাধ্যমে নিয়োগ নেয়নি, আর এ বিষয়ে কোন অভিযোগও নেই আমার। এছাড়া সাতবাড়িয়া বাজারের ডিশ ব্যবসায়ি মোয়াজ্জেমের সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার বেশ কয়েকটি কারন আমরা হাতে পেয়েছি। সততা কেবল নেটওয়ার্ক নাম নিয়ে বেশ কয়েক বছর অবৈধ ভাবে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ি মোয়াজ্জেম হোসেন। ২০১৬ বিষয়টি স্থানীয় কেবল নেটওয়ার্ক এ্যাসোসিয়েশনের নজরে আসলে তারা এটিকে প্রশাসনিক সহযোগিতার জন্য জেলা প্রশাসকের শরণাপন্ন হন। তৎকালীন জেলা প্রশাসক বিষয়টির তদন্ত শেষে তার ব্যবসায়িক কার্যক্রম বন্ধের নোটিশ দেন। কিন্তু তিনি আইন না মেনে আবেদনকৃতের( তথ্য আইন ২০০৬ মোতাবেক কেবল নেটওয়ার্ক লাইসেন্স) দোহায় দিয়ে তার কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। ২৭-০৭- ২০১৭ তারিখে অবৈধ ভাবে ডিশ ব্যাবসার অপরাধে মান্দা উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এর ভ্রাম্যমাণ আদালতে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়( ২ নং ছবিতে উল্লেখিত)। ২২-১১-২০১৮ তারিখে নওগাঁ জেলা প্রশাসক কতৃক একটি নোটিশ প্রেরন করা হয়, যেখানে উল্লেখ কার হয় যে, আপনার সততা কেবল নেটওয়ার্ক সাতবাড়িয়া বাজার মান্দা নওগাঁ এর ফিড অপারেটর লাইসেন্স আবেদন বিটিবি কতৃত নামুঞ্জর করা হয়েছে এবং সেই সাথে তার পুনরায় তার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়( ৪নং ছবিতে উল্লেখিত)।উল্লেখিত তথ্য প্রমানে জানা যায় আইনি জটিলতার কারনে তার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করতে তিনি বাধ্য হন। অতএব প্রচারিত সংবাদের এই অভিযোগটিও বানোয়াট ( প্রমানের জন্য ১ ও ৩ নং ছবি সংযুক্ত করা হয়েছে) । বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া বিষটি তদন্তে উল্লেখিত ভুক্তভোগীরা কেউই এমন অভিযোগ করেননি। এ বিষয়ে এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু বলেন, আমি দীর্ঘদিন যাবত সততার সহিত আমার কর্মজীবন ও রাজনৈতিক জীবন পার করে আসছি, জীবনের শেষ দিন পর্যন্ত মান্দায় মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখবো, মান্দার রাজনীতিতে কিছু অসাধু ব্যক্তি আমার জনপ্রিয়তা নষ্ট করার উদেশ্যে এমন মিথ্যা, বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। প্রচারিত সংবাদে উল্লেখ করা হয় যে, অভিযোগগুলোর বিষয়বস্তুু তুলে ধরে নওগাঁ জেলা আওয়ামী লীগ সভাপতি বরাবর একটি অভিযোগ পত্র জমা দেওয়া হয়, কিন্তু নওগাঁ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক জানান এ বিষয়ে লিখিত বা মৌখিক কোন অভিযোগই তিনি পাননি। এমন বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মান্দা উপজেলাবাসী।