জুয়েল খন্দকার , মালদ্বীপ প্রতিনিধি:- গত মঙ্গলবার রাতে ২ টার দিকে হঠাৎ ঝড়, তুফান শুরু হয় মালদ্বীপের রাজধানী মালেতে গতকাল সকাল পযন্ত ঝড় তুফান ছিল। মালদ্বীপের রাজধানী মালের আদালতের সামনে অনেক পুরনো একটি বিশাল বড় গাছ ছিল বৃষ্টির কারনে গাছের গোড়ার মাটি নরম হয়ে যাওয়াতে গাছটি পড়ে যায়। গাছটি পড়ে তিনটি মোটরসাইকেল ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানাজায়। আর কয়েকটি বাড়ির ছাদ ভেঙ্গে যাওয়া সহ অনেক বাড়িতে কারেন্ট বিছিন্নতার ঘটনা ঘটেছে। আর মালদ্বীপের রাজধানী মালের রাস্তাঘাটে বন্যায় পরিনত হয়ে গেছে, রাস্তায় অতিরিক্ত পানির কারনে, যানবাহন চলাচল বন্ধ। মালের-সিটি কাউন্সিলরের কর্মীরা পানি সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। আজকে সকালে গাফধাল এটল, গাধহধু, দ্বীপে আনুমানিক ৮৩ বছর বয়সী এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। মালদ্বীপের পুলিশ জানায় যে প্রায় দুপুর ১.৩০ মিনটের দিকে গাধহধু দ্বীপের দক্ষিন পাশে এক বৃদ্ধ লোকের লাশ পাওয়া গেছে, লাশটি সমুদ্রে ভাসে আসা লাশ, কে-বা কাহারা এখন কোন খোঁজ পাওয়া যায়নি কিংবা কিভাবে মৃত্যু হয়েছে সেইটির কারনও খোঁজে পাওয়া যায়নি! তবে মৃত ব্যক্তিকে হোসেন মানিক নামের এক ব্যক্তি বলে ধারণা করছেন গাধহধু আইল্যান্ড কাউন্সিলর! মালদ্বীপ পুলিশ সার্ভিস জানায় এখন তদন্ত চালাচ্ছেন পুলিশ।