জুয়েল খন্দকার, নিজস্ব প্রতিবেদকঃ- মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস “ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৮তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস” যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করে। দূতাবাস এ উপলক্ষ্যে গত ১৭ই মার্চ ২০১৮ তারিখ সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধুর জীবনের উপর একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় মালদ্বীপস্থ প্রখ্যাত বাংলাদেশীবৃন্দ এবং দুতাবাসের কর্মকর্তাগণ তাৎপর্যপূর্ণ বক্তৃতা প্রদান করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু ও তার জীবন ভিত্তিক আরো একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অথিতি ম্যানরব রাষ্ট্রদূত রিয়ার ও এডমিরাল আখতার হাবীব তিনারা বক্তব্যের সময়ে সকল বাংলাদেশীরকে আবার সতর্ক করে বলেন মালদ্বীপ বর্তমানে রাজনৈতি অস্থিরতা দেখা দিয়েছে, কোন বাংলাদেশে যেন কোন ধরনের রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত না হয়! ও অযথা সকল প্রকার আড্ডা ও ঘোরাফেরা থেকে যেন বিরত থাকেন, এবং কোন বাংলাদেশীদের কোন সমস্যা হলে তারা যেন দূতাবাসে যোগাযোগ করেন, যোগাযোগ ফোন নাম্বারঃ +960 332-0859
এরপর সকালের পর্বে শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদেরকে পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার বিতরনের পর মান্যবর রাষ্ট্রদূত মহোদয় বঙ্গবন্ধু ও তার জীবনের উপর একটি জ্ঞানগর্ভ বক্তৃতা প্রদান করেন। এরপর স্থানীয় নীল দরিয়া শিল্পী গোষ্ঠী এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সবশেষে ফটোসেশন ও নৈশভোজ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Please follow and like us:










