১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মালদ্বীপে ৩ সাংবাদিক সহ ১৪১ জন গ্রেফতার থেমে নেই প্রবাসী বাংলাদেশীদের আনাগোনা




মালদ্বীপে ৩ সাংবাদিক সহ ১৪১ জন গ্রেফতার থেমে নেই প্রবাসী বাংলাদেশীদের আনাগোনা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৮ ২০১৮, ২০:০৯ | 762 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জুয়েল খন্দকার, নিজস্ব প্রতিবেদকঃ- সরকার পতন ও বিরোধী দলের সকল নেতা কর্মীদের মুক্তির দাবিতে মালদ্বীপের রাজধানী মালেতে গত শুক্রবার আর্মী,পুলিশ,র‍্যাবের,  সাথে, বিরোধী দলের বিকেল থেকে শুরু হয় সারা রাত ব্যাপী সংঘর্ষ, সেই সময়ে পুলিশ ১৪১ জনকে গ্রেফতার করেন। মালদ্বীপের পুলিশ আজকে মিডিয়াকে জানায় যে গত রাতে প্রশাসনের সাথে সংঘর্ষের সময়ে পুলিশ ৩ সাংবাদিক ও ২৬ জন নারী সহ মোট ১৪১ জনকে গ্রফতার করেন! তাদের মধ্য থেকে ২ জনকে ছেড়ে দিয়েছেন ১৩৯ জন মালদ্বীপ পুলিশের হেফাজতে আছেন! কিন্তু মালদ্বীপের রাজ্জে টিভির ৩ জন সাংবাদিকের বিষয়ে জানতে চাইলে পুলিশ এবিষয়ে কিছু জানায়নি।
মালদ্বীপের রাজ্জে টিভি জানায় যে গত রাতে  কিছু  মুখোশধারী সেনাবাহিনী, পুলিশ ও কাল বাহিনীর এসে অমানবিক ভাবে গন লাঠিচার্জ শুরু করেন, সেই সময়ে অনেক মিডিয়ার সাংবাদিকদেরকেও আহত করেন পুলিশ ও রাজ্জে টিভির ৩ সাংবাদিককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় ক্যামেরা সহ! পুলিশের হাতে সাংবাদিকদের অনেক ভিডিও ফুটেজ রয়ে গেছে! ভিডিও গুলিতে পুলিশের অমানবিক ভাবে লাঠিচার্জের তথ্য রয়েছে ও রয়েছে একটি গাড়ি জ্বালিয়ে দেওয়ার তথ্য। রাজ্জে টিভি জানায় প্রশাসন নিজেদের দোষ ঢাকতে সাংবাদিকদেরকে গ্রেফতার করেছেন! কিন্তু সাংবাদিক থেমে থাকার জিনিস নন “সাংবাদিক মানে সত্য উন্মোচন কারী” কখন অন্যায়ের কাছে মাথা নত করেন না। সাংবাদিকদের কলম ও ক্যামেরা কখন থেমে থাকবেনা হোক সেই সরকারী কিংবা বিরোধী দলের ব্যক্তি, সাংবাদিক জনসাধারনের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে যাবে, জেল-জুলুম দিয়ে সাংবাদিকদেরকে দমিয়ে রাখা যাবেনা।
মালদ্বীপে এত দাঙ্গা-হাঙ্গামা হওয়ার সত্ত্বেও বাংলাদেশীদের রাস্থা ঘাটে আনাগোনা থেমে নেই, যদিও বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে মালদ্বীপের পুলিশ প্রধান “আহম্মেদ সিফান” সকলকে শুক্রবারে ঘর থেকে বের হতে নিষেধ করেছিলেন ও বাংলাদেশ দূতাবাস প্রথম শুরু থেকেই নিষেধ করে যাচ্ছেন যে বাংলাদেশীরা বিনা কোন কারনে যেন ঘর থেকে বের না হয়! যতদিন না মালদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসে! কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিষেধাজ্ঞা মানছেনা মালদ্বীপ প্রবাসীরা গভীর রাতেও তাদেরকে রাস্থাঘাটে আড্ডা দিতে দেখা যায় ! গত রাতেও বিক্ষোভের সময়ে অনেক বাংলাদেশীদেরকে রাস্থায় ঘোরাফেরা করতে দেখা গেছে, কিন্তু তার পরেও বাংলাদেশ দূতাবাস বার বার বলে যাচ্ছেন যে, যদি কোন বাংলাদেশী কোন ধরনের সমস্যায় পড়ে তাইলে তারা যেন বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন!  বাংলাদেশ দূতাবাসের যোগাযোগ নাম্বারঃ- +960 332-0859
আমরা বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে এখন কোন বাংলাদেশীদের ক্ষয় ক্ষতির তথ্য পাইনি, এছাড়াও আমাদের সাংবাদিকদের টিম চেষ্টা করে যাচ্ছে, বাংলাদেশীদের কোন ক্ষয় ক্ষতি তথ্য বের করা যায় কিনা!
“সূত্রটি শুরু হয়” গত ৫ ই ফেব্রুয়ারি মালদ্বীপের সুপ্রিমকোর্টের বিচারে, সাবেক প্রধান বিচার প্রতি আব্দুল্লাহ সাঈদ বিরোধী দলের সাবেক প্রেসিডেন্ট নাসিদ ও গ্যাসিম ইব্রাহীম সহ ১২ জন নেতা কর্মীকে বেকসুর খালাস প্রধান করেন, কোন তদন্ত ছাড়াই।
মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুম রায়ের পর পরই সুপ্রিমকোর্টে একটি চিঠি পাঠান খালাসের বিষয়টা স্থগিত রাখার জন্যে, এটা পরে তদন্ত করবে বলে। সেই সূত্র  ধরেই মালদ্বীপ রাজনীতির অস্থিরতা শুরু হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET