
জুয়েল খন্দকার নিজস্ব প্রতিবেদকঃ-
মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মহোদয় রিয়ার এডমিরাল আখতার হাবীব অদ্য গতকাল, মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য ‘ফ্রি ইংলিশ কোর্স’ কার্যক্রম উদ্বোধন করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তর্জমা ও দোয়ার মাধ্যমে ‘ফ্রি ইংলিশ কোর্স’ উদ্বোধন করা হয়। এ সময়ে সকল প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ এবং দেশ ও দশের উন্নতি কামনা করা হয়।
অনুষ্ঠানে এ কোর্স-এর স্পন্সর মালদ্বীপস্থ এম.আই. কলেজের প্রতিষ্ঠাতা জনাব আহমেদ মোত্তাকি বক্তৃতা প্রদান করেন। মান্যবর রাষ্ট্রদূত মহোদয় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীদের জন্য ইংরাজী শিক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্বপূর্ণ গুরুত্ব আরোপ করে সারগর্ভ বক্তৃতা প্রদান করেন। এ সময় তিনি দূতাবাস কর্তৃক আয়োজিত উল্লেখিত ফ্রি ইংলিশ কোর্স-এ অংশগ্রহণকারী মালদ্বীপস্থ প্রবাসী বাংলাদেশীদের অভিনন্দন জানান। পরিকল্পিত ‘ফ্রি ইংলিশ কোর্স’টি সাপ্তাহিক ছুটির দিন রোজ শুক্রবার বিকাল ০৪.০০ টা থেকে ০৫.৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোর্স শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের দূতাবাস থেকে সার্টিফিকেট, প্রদান করা হবে। যাদের ইংলিশ শিক্ষার আগ্রহ তারা যেন খুব শীঘ্রই ভর্তি হয়, এবং প্রতি শুক্রবারে ক্যাশে যেন অংশগ্রহণ করেন!
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন। সবশেষে চা চক্র-এর মাধ্যমে ‘ফ্রি ইংলিশ কোর্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Please follow and like us: