সম্প্রতি মুক্তি পেয়েছে মা দিবসের বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শেষ স্পর্শ’। তরুণ নির্মাতা মাহফুজ আদনান নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী দিলারা জামান।
চলচ্চিত্রে অভিনয়ে আছেন সাখাওয়াত শিবলী, ফাল্গুনী সাইফ, শিশুশিল্পী মুনতাসিরসহ আরো অনেকে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কিছু অংশ রাজধানীর আগারগাঁওয়ের অবস্থিত প্রবীণ নিবাসে ধারণ করা হয়েছে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রসঙ্গে মাহফুজ আদনান বলেন, ‘মা দিবসকে কেন্দ্র করেই এই স্বল্পদৈঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করা। আমার এই চলচ্চিত্রে মায়ের প্রতি সন্তানের ভালোবাসার দিকটা ফুটিয়ে তোলা হয়েছে। দেখানো হয়েছে, পারিবারিক টানাপোড়নে মায়ের প্রতি সাময়িক ভালোবাসার ব্যাঘাত ঘটলেও তা কেবল ক্ষণসময়ের জন্য।’
পরিচালক মনে করেন, ‘সন্তানও এক সময় বুঝতে পারে মায়ের শূন্যতা। তখন সন্তানের মধ্যে মাকে ফের কাছে পাওয়ার যে আকুতি আর তৃঞ্চা সাথে অনুধাবন আর অনুশোচনা হলেও অনেক সময় আর ফিরে পাওয়া সম্ভব হয় না। এখানে মূলত সেই অনুভূতিগুলোই তুলে ধরা হয়েছে।’