প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার পরিকল্পনা মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মাহমুদুর রহমানের জামিন আবেদন নাকচ করেন।
এর আগে সিএমএম আদালতও তার জামিন আবেদন নামঞ্জুর করেন। সিএমএম আদালতের জামিন নাকচ আদেশের বিরুদ্ধে এই আদালতে জামিনের আবেদন করা হয়।
এদিকে মামলাটিতে মঙ্গলবার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এএসপি হাসান আরাফাত প্রতিবেদন দাখিল না করায় আগামী ১৬ জুন প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়।
ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট এসএম মাসুদ জামান শুনানি শেষে প্রতিবেদন দাখিলের এই তারিখ ধার্য করেন।
দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে এই মামলায় কারাগারে রয়েছেন মাহমুদুর রহমান এবং সিনিয়র সাংবাদিক ও টিভি উপস্থাপক শফিক রেহমান।