স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা জেলা শাখার উদ্যোগে গতকাল কুমিল্লা টাউন হলের সামনে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল এবং ফরমালিন ও ভেজাল মুক্ত খাবার পরিবেশনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন-কমিশনের কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর কবির মোহন, সহ-সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির জীবন, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পিটারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন- হিউম্যান রাইটস্ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, কুমিল্লা মানবাধিকার কমিশন এর সহ-সভাপতি সাংবাদিক মাহবুবুল আলম বাবু, এস এম গোলাম বায়েজিদ, তপন কুমার সরকার, নারী নেত্রী নিলুফার ইয়াছমিন, নবি নেওয়াজ, জি. এম ফারুক, অধ্যাপক হুমায়ুন কবির মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবাদ মিয়া, প্রচার সম্পাদক রোটা. ডালিম হোসেন, সমাজ কল্যান সম্পাদক বশির আহমেদ, নির্বাহী সদস্য শাহীন আহমেদ, আবদুস সাত্তার, সাংবাদিক তুহিন আহমেদ, মফিজুল ইসলাম প্রমুখ।