
ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র বিরুদ্ধে এসএ টিভিতে মিথ্যা বানোয়াট প্রতিবেদনের প্রতিবাদে ও পরবর্তিতে সঠিক তদন্ত পূর্বক সত্য সংবাদ প্রতিবেদন প্রচার করায় ছাগলনাইয়া উপজেলা আ’লীগের আয়োজনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার (২৭ মে) বিকেলে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ অফিসে ছাগলনাইয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সাংবাদিক সম্মেলনটি সম্পন্ন হয়। উপজেলা আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সভাপতি সামছুউদ্দিন বুলু মজুমদারের সভাপিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। সম্মেলনে সোহেল চৌধুরী বলেন, এস এ টিভিতে মাদক সংক্রান্ত প্রতিবেদনে আমাকে জড়িত করে যে মিথ্যা সংবাদ সম্প্রচার করেছে তা সম্পুন্ন মিথ্যা ও বানোয়াট । সোহেল চৌধুরী আরো বলেন, এসএ টিভি কর্তৃপক্ষ তাদের ঐ প্রতিবেদনে আমাকে জড়িত মিথ্যা সংবাদ প্রচার হওয়ায় দুঃখ প্রকাশ করেছে এবং সংশোধিত প্রতিবেদনে আমাকে বাদ দিয়ে পুনরায় প্রতিবেদনটি সম্প্রচার করেছে। সোহেল চৌধুরী বলেন, আমি সব সময় মাদকের বিরুদ্ধে কাজ করছি, মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের পুলিশের হাতে তুলে দিচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, পাঠাননগর ইউপি’র চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, পৌর কাউন্সিলর স্বপন, হাবিবুর রহমান,মন্জুরা বেগম, মহামায়া ইউপি’র চেয়ারম্যান গরিব শাহ হোসেন বাদশা চৌধুরীসহ উপজেলা আ’লীগের নেতাকর্মী বৃন্ধ।