
সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে মিরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্য করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে। তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
মিরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোতাহার হোসেন, মকবুল হোসেন, হেদায়েত, আমিনা পারভীন, আরমান, আয়নুল হক, সেকেন্দার।