নয়া আলো- টাঙ্গাইলের মির্জাপুরে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ভোর রাতে বেলতৈল গ্রামের নিজ বাড়িতে সন্ত্রাসীরা তাকে হত্যা করে। ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক শিকদার জানান, নিহতের নাম আবু সাইদ আহম্মদ ওরফে নুরু মিয়া (৬৩)। তিনি বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
মির্জাপুর থানার ডিউটি অফিসার দয়াল চন্দ্র সরকার বলেন, কী কারণে, কে বা কারা নুরু মিয়াকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Please follow and like us: