
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জলিরপাড় পুলিশ ক্যাম্পের সামনে পুলিশ ক্যাম্পের আয়োজনে এ আলোচনা সভা হয়। এসময় জলিরপাড় পুলিশ ক্যাম্পের আইসি নব কুমার ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেজর অবঃ মোহাম্মদ ইয়াকুব। ননীক্ষির ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিনা, জলিরপাড় ইউনিয়ন পরিষদ চেয়ানম্যান অখিল চন্দ্র বৈরাগী, আরো বক্তব্য রাখেন, জলিরপাড় কলেজের প্রদর্শক শিখা বাক্চী, বিপ্লব মজুমদার, শিক্ষক আহাদনুর বাদল, ডাঃ অশোক মন্ডল, ইউপি সদস্য হোস্নেয়ারা হাসি বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন, ননীক্ষির ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পুলিশিং কমিটির সভাপতি শেখ মোঃ হারুন। এসময় প্রধান অতিথির বক্তব্যে ওসি মোস্তফা কামাল পাশা বলেন, জনগনের নিরাপত্তা দিতে আইন শৃংখলা বাহিনী সার্বক্ষন তৎপর থাকবে।