
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীরে ভলিবল খেলা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকালে ননীক্ষীর স্কুল মাঠে ভলিবল খেলার আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা শহিদ জিন্নাত আলী খান স্মৃতি যুব সংঘ। খেলায় অংশগ্রহণ করেন সোনালী অতীত ভলিবল দল ও বর্তমান প্রজন্ম দল।
এসময় ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কাশেম শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল আলম সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মিয়া, বঙ্গরতœ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমীর কান্তি শাখারী, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ রনি আহম্মেদ, বাবুল আকতার খান, ইউনিয়ন আ.লীগের সভাপতি অনিল চন্দ্র বাড়ৈ
ননীক্ষীর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিনা, সাবেক চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শেখ মো: হারুন, সিরাজুল ইসলাম ছিরু, সাজ্জাত হোসেন লিটন, গনেশ সাহা, মিলন কাজীসহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগীতায় ছিলেন সহকারি পুলিশ কমিশনার (কে.এম.পি) আবুল খায়ের ফকির।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মাদ হানিফ ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন লিপন, শেখ নজরুল ইসলাম শওকত।
খেলায় ২-১ গোলে বর্তমান প্রজন্ম দলকে পরাজিত করে সোনালী অতীত দল চ্যম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক শেখ নজরুল ইসলাম শওকত পুরষ্কার গ্রহণ করেন।