
শহিদুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কলিগ্রাম বঙ্গরত্ন মহাবিদ্যালয়ে ২০১৮ সালের এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনষ্ঠিত হয়েছে। মহাবিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাবিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অধ্যক্ষ সমীর কান্তি শাঁখারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গভর্নিংবডির সদস্য শেখ মো. হারুন, জলিরপাড় পুলিশ ক্যাম্পের আইসি নব কুমার ঘোষ, উপধ্যক্ষ অসীম কুমার বাড়ৈ। সদস্য প্রেমানন্দ বালা, হারান চন্দ্র মল্লিক। আরো উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মোহাম্মাদ আলী,বিমল মল্লিক, প্রভাষক ব্রজনলতা বর,শিপ্রা সরকার, গীতা পান্ডে, প্রদর্শক শিখা বাক্চী । ছাত্রলীগ সভাপতি রাসেল শেখ ও মামুন ইসলাম। উল্লেখ্য এবছর মোট ৪৫৫ জন ছাত্র- ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করবেন। শেষে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।