
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে নজরুল ইসলাম (৪০) নামে এক যুব উন্নয়ন কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জলিরপাড় গ্রামে এঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানাযায়, নজরুল ইসলাম পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মরত ছিলেন গত কয়েক দিন আগে ছুটিতে বাড়িতে আসেন। এবং সে মৃগী রোগী ছিলেন দুপুরে স্ত্রী রহিমা বেগমের সাথে বাড়ির পাশে নদীতে গোসল করতে গেলে সবার চোখের আড়ালে পানিতে ডুবে যায়। পরে স্থাণীয়রা নদী থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকেরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের মৃত ইসমাইল তালুকদারের ছেলে।