
মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে আশামনি আক্তার উপজেলার জলিরপাড় ৯৫ নং সঃ প্রাঃ বিদ্যালয় থেকে পরীক্ষয় অংশগ্রহণ করে। গত ৩০ ডিসেম্বর উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। আশামনি উপজেলার ননীক্ষির ইউনিয়নের বনগ্রামের ব্যবসায়ী মোঃ আনিচ শেখ ও রতনা বেগমের মেয়ে। জলিরপাড় ৯৫ নং সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র বালা বলেন,
আশামনি আমাদের গর্ব সে আমাদের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। আমি তার দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামণা করছি। প্রধান শিক্ষক আরো বলেন, আমাদের স্কুল থেকে মোট ৯০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাশ করেছে এবং এর ভিতরে ১৫ জন জিপিএ-৫ পেয়েছে।