
শহিদুল ইসলাম,গোপালগঞ্জ :
গত কয়েক দিনের টানা বর্ষনের কারনে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা বাদাম চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির কারনে বাদাম গাছ বড় হয়ে যাওয়ায় ফলন বিপর্যয়ের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে কৃষকরা। তাছাড়া প্রবল বৃষ্টিতে জমিতে পানি জমায় বাদামে পচন ধরেছে। মুকসুদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর গোপালগঞ্জে মুকসুদপুরে ৪০ হেক্টর জমিতে বাদামের চাষাবাদ হয়েছে।
মুকসুদপুর উপজেলার জলিরপাড়ের বাদাম চাষী উৎপল বারুরী জানান,বাদাম চাষে খরচ কম লাভ বেশি। তাই এবছর অনেকেই বিভিন্ন এনজিও থেকে ঋন বা নিজস্ব অর্থায়নে প্রতিবছরের ন্যায় এবছরও বাদামের চাষাবাদ করেছে। কিন্তু এবছর অতি বৃষ্টিপাত হওয়ায় বাদাম গাছ মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এতে ফলন অনেকটাই কম হবে। ফলে এখানকার সব বাদাম চাষীদের লোকসান হবে।জলিরপাড়ের আরেক বাদাম চাষী নিখিল বাক্চী জানান, এবছর আমি ৩৫ কাঠা জমিতে বাদামের চাষাবাদ করেছি। বাদামের বীজ, সার,কীটনাশকসহ অন্যান্য খরচ হয়েছে ৩০ হাজার টাকা। এবছর প্রাকৃতিক দুর্যোগের ফলে বাদামের যে ক্ষতি হয়েছে তাতে চালান খরচের পঁয়সা পাবো কিনা সন্দেহ রয়েছে। মুকসুদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা ড. মোশারফ হোসেন বলেন, বাদাম চাষ লাভ জনক হওয়ায় অনেকে বাদাম চাষে ঝুকে পড়ছে । ফলন বিপর্যয় এড়াতে চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে আগামীতে তারা উচু জমিতে বাদামের চাষ করে লাভবান হন।