
মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধিঃ
বিয়ের প্রোলভন দেখিয়ে দেহভোগ করায় আত্মহত্যার চেষ্টা করেছে এক কিশোরী। বৃহেস্পতিবার বিকালে ছেলের নিজ বাড়িতে এঘটনা ঘটে। এমনকি চার বছর দেহভোগ করার অভিযোগ পাওয়া গেছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের গোয়ালগ্রামের মৃনাল মন্ডল এর ছেলে লিটন মন্ডল(৩০) নামে এক ছেলের জনকের বিরুদ্ধে। কোটালীপাড়া উপজেলার ঠুটামান্দা গ্রামের নির্মল মন্ডলের মেয়ে লাকী মন্ডল(১৮) জানায়, ঠুটামান্দা বাজারে মোবাইল সার্ভিসিং এর লিটনের দোকান ছিলো, ঐখান থেকে আমাদের দুইজনের সাথে পরিচয় এবং প্রেম হয়। আমি চলতি বছর গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ থেকে এইচ এস সি পরীক্ষা দিয়েছি। লিটন আমার সাথে বিয়ের কথা বলে চার বছর যাবত আমার দেহভোগ করেছে। তাই আমি বিয়ের দাবীতে এই বাড়িতে এসেছি বিয়ে না করলে আত্মহত্যা করে জীবন দেব। এব্যপারে কথা বলতে চাইলে অভিযুক্ত লিটন পালিয়ে যায়।