
মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে অমিত রায়(১৮)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।১৭মে বুধবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কের জলিরপাড় ইউনিয়নের তালবাড়ী কলাগাছের পাশ থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের
আড়–য়াকান্দি গ্রামের অনন্ত রায় এর ছেলে। নিহতের বাবা অনন্ত রায় বলেন, আমার ছেলে মঙ্গলবার বিকালে ভ্যান চালানোর উদেশ্যে বাড়ি থেকে ভ্যান নিয়ে বাহির হয়, এর পর থেকে আমাদের পরিবারের সবাই তাকে অনেক খুঁজাখুঁজি করে আর পাইনি। এব্যবপারে মুকসুদপুর থানার জলিরপাড় বাজার পুলিশ ক্যাম্পের
ইনচার্জ (এসআই) শাহ্ জামাল বলেন,এটা হত্যা কান্ড বলে ধারণা করা হচ্ছে, লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।