
শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রতিনিধি:- গোপালগঞ্জের মুকসুদপুরে মোঃ আসাদুর ইসলাম মোড়ল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়,
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির আইসি মহিদুল ইসলাম ও এ.এস.আই ইসলাম সরদার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে সোমবার ভোরে টেকেরহাট-সিন্দিয়াঘাট সড়কের চরপ্রসন্নদী গ্রামের একটি দোকানের সামনে থেকে ১৫ বোতল ফেনসিডিলসহমোঃ আসাদুর ইসলাম মোড়লকে গ্রেফতার করে পুলিশ। এসময় এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী পলাশ বেপারী পালিয়ে যেতে সক্ষম হয় । সিন্দিয়াঘাট ফাঁড়ির আইসি মহিদুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত আসাদুল যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের আতাউর মোড়লের ছেলে । এব্যাপারে মুকসুদপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।