মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:- মুকসুদপুরে ৮ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষন করার অভিযোগ উঠেছে ওই স্কুলের অফিস সহকারী নুর মোহাম্মদ শেখের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে টেকেরহাট মিল্কভিটার নিকট এক নির্জন স্থানে।
পারিবারিক অভিযোগে জানাযায় , গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা টি.সি.এ.এল. উচ্চ বিদ্যালয়ের এক ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী আজ বৃহস্পতিবার প্রথম ক্লাস করার পর স্কুলের অফিস সহকারী নুর মোহাম্মদ শেখ (৫৫) ওই ছাত্রীকে মুকসুদপুর নিয়ে উপবৃত্তি পাওয়ার প্রলোভন দিয়ে ইজিবাইকে করে উল্টো পথে টেকেরহাট মিল্কভিটার পাশে এক নির্জন স্থানে নিয়ে যায় । এসময় পানির ভিতর নেষা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তাকে ধর্ষন করে বলে অভিযোগ পাওয়া যায়। ওই ছাত্রী জানায়, আমাকে উপবৃত্তির টাকার প্রলোভন দেখিয়ে পানির সাথে নেষাজাতীয় দ্রব্য খাইয়ে আমার শ¬ীলতাহানি করে । স্কুল কমিটির সভাপতি বেলায়েত হোসেন মিনা জানায়, আমি ঘটনাটি শুনেছি । এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মহিদুল ইসলাম জানায়, ধর্ষনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম । আসামীকে গ্রেফতারে জন্য জোর প্রচেষ্টা চলছে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।