বিনোদন প্রতিবেদক : শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে আশিকুর রহমানের দ্বিতীয় সিনেমা ‘মুসাফির’। সিনেমাতে আরিফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন নবাগত নায়িকা মারজান জেনিফা।
‘মুসাফির’ পরিচালনা করেছেন আশিকুর রহমান। সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি।
‘মুসাফির’-এর গল্প এগিয়েছে, পেশাদার একজন খুনী ও এক তরুণীকে কেন্দ্র করে। সিনেমায় পেশাদার ওই খুনি তরুণীটিকে বাঁচানোর অভিযানে নামে। শত্রুদের কাছ থেকে পালিয়ে বেড়াতে হয় তাদের। নানা বিপত্তি এড়িয়ে তারা এগিয়ে যেতে থাকে সামনে।
সিনেমায় খুনীর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ আর তরুণীর চরিত্রে নবাগতা মারজান জেনিফা। আরো আছেন, মিশা সওদাগর, টাইগার রবি এবং শিমুল খান। এছাড়াও একটি বিশেষ চরিত্রে ‘অচেনা হৃদয়’ খ্যাত অভিনেত্রী প্রসূন আজাদের দেখা মিলবে।
পারসেপচুয়াল পিকচার্সের ব্যানারে নির্মিত ‘মুসাফির’ সিনেমাটি ৮১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।