
গতকাল রাতের ম্যাচে গুজরাট যদি মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে থাকে, তবে শীর্ষে থাকার জন্য মুস্তাফিজদের আজ জিততেই হবে। ম্যাচটা অবশ্য হায়দরাবাদের চেয়েও বেশি চ্যালেঞ্জিং সাকিব আল হাসানদের কলকাতার জন্য। ১৩ ম্যাচে নাইটদের সংগ্রহ ১৪ পয়েন্ট। শেষ চারে জায়গা নিশ্চিত করতে হলে জিততেই হবে গৌতম গম্ভীরদের। হারলেই বাদ। সমীকরণ কঠিন হয়ে পড়েছে মূলত আজই লীগ পর্বের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে বলে। বিকেলে হায়দরাবাদ-কলকাতা ম্যাচের পর রাতে মুখোমুখি হবে দিলি্ল-ব্যাঙ্গালুরু। শেষ চারে ওঠার দৌড়ে আছে এ দু’দলও। তাদেরও পয়েন্ট এখন কলকাতার মতো ১৪। তবে রানরেটের কারণে পিছিয়ে আছে দিলি্ল, ব্যাঙ্গালুরুর +০.৯৩০-এর বিপরীতে জহির খানদের রানরেট -০.১০২। এবারের আইপিএলে এর মধ্যেই হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে একবার মুখোমুখি হয়েছে সাকিব-মুস্তাফিজের দল। ওইদিন ১০ বল আর ৮ উইকেট হাতে রেখেই হায়দরাবাদকে হারিয়েছিল কলকাতা। সাকিবকে সেদিন ব্যাট হাতে নামতে হয়নি, বল হাতে ৩ ওভারে খরচ করেছিলেন ১৮ রান। আর মুস্তাফিজ তার চার ওভার বোলিংয়ে ২৯ রানের বিনিময়ে বোল্ড করেছিলেন আন্দ্রে রাসেলকে।
মুস্তাফিজের অপেক্ষায় সাসেক্স
ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে এর মধ্যেই এক ম্যাচ খেলে ফেলেছে সাসেক্স। আইপিএলের পর ইংল্যান্ডের এ টুর্নামেন্টটিতে খেলার কথা মুস্তাফিজের। তবে ২৯ মে আইপিএল শেষ হওয়ার পর সাসেক্সে খেলতে গেলে ফিটনেসের ওপর চাপ পড়বে- এমন আশঙ্কায় মুস্তাফিজকে ইংল্যান্ডে নাও পাঠাতে পারে বিসিবি। সাসেক্স অবশ্য আগামী ১০ জুন তাকে মাঠে নামানোর বিষয়ে আশাবাদী। এ জন্য মুস্তাফিজ কিছুটা সময় বিশ্রাম নিলেও আপত্তি নেই সাসেক্স অধিনায়ক লুক রাইটের, ‘মুস্তাফিজ অবশ্যই আসবে। তবে কত ম্যাচ খেলবে, এটা সামনে জানা যাবে। সে বয়সে তরুণ, দীর্ঘদিন ধরে বাড়ির বাইরেও আছে, যেখানে তার ভাষায় সমস্যা হচ্ছে। গত ক’মাসে তাকে অনেক ম্যাচও খেলতে হয়েছে। এসব বিবেচনায় আমরা তাকে যথেষ্ট বিশ্রামের সুযোগ দিতে চাই। যখন আসবে, তখন যেন সেরাটাই খেলতে পারে।’