একুশ আমার স্বাধীনতা-
একুশ আমার গর্ব-
একুশ আমার দামাল ছেলের জীবন উৎসর্গ।
একুশ আমার প্রাপ্তি-
একুশ আমার অর্জন-
একুশ আমার ভাষার জন্য জীবন বিসর্জন।
একুশ আমার মাতৃভাষা-
একুশ আমার অহংকার-
একুশ আমার বাংলা ভাষার স্বীকৃত অধিকার।
একুশ আমার মুক্ত প্রকাশ-
একুশ আমার বাংলার বুলি-
একুশ আমার ভাষার জন্য জীবন জলাঞ্জলি।
একুশ আমার রক্ত জামা-
একুশ আমার তাজা প্রান-
একুশ অামার শহীদ ছেলের শ্রেষ্ঠ অবদান।
লেখকঃ সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ
Please follow and like us: