
মোঃ ইমন মিয়া,
কুমিল্লা মুরাদনগর উপজেলাধীন হিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সারা দেশের ন্যায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম সাহেবের এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রুহল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির আব্দুল হাতিম ভূইয়া, বক্তব্য রাখেন মোঃ আতিকুর রহমান বাবুল মেম্বার, মোঃ মুকবুল সরকার, নাজমা আক্তার প্রমুখ।
উপস্থিত ব্যক্তিবর্গদের বক্তব্যে বলেন- দেশের প্রতিটি ঘরে ঘরে শিক্ষিত মা সৃষ্টির লক্ষ্যে সারা দেশে মা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তার ধারাবাহিকতায় আমাদের বিদ্যালয়ে আজকের এই মা সমাবেশ। তাদের সমাবেশে আগত মা’দের উদ্দেশ্যে বলেন- মুক্তিযোদ্ধার চেতনায় একটি উন্নতশীল রাষ্ট্র গড়তে মায়েরা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তিনি আরো বলেন শিক্ষিত মা ব্যতীত একটি শিক্ষিত জাতি গড়া অসম্ভব আর শিক্ষিত জাতি ছাড়া উন্নতশীল রাষ্ট্র গড়া সম্ভবপর নয়।
প্রধান শিক্ষক আবুল কালাম বলেন- আজকে সারা দেশে শিক্ষার হার ও পাসের হার বাড়ার পিছনে স্কুল শিক্ষিক/শিক্ষিকার পাশাপাশি মায়েরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে চলছে। তিনি আশা প্রকাশ করে বলেন-আগামীতে মা’য়েরা আরো বেশি যত্নবান ও দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশকে নিরক্ষর মুক্ত করে উন্নতশীল রাষ্ট্রে পরিণত করবে। তিনি আরো বলেলন যে,মা’য়েরা চেষ্ঠা করলে শিশু শিক্ষা এবং বাল্য বিবাহ থেকে দূর করতে পারেন।
সমাবেশে আগত মা’দের মধ্যে বক্তব্য রাখেন- মোসা: মারুফা বেগম,মোসা: হাসিনা বেগম,মোসাঃ তাসলিমা আক্তার প্রমুখ।