
মোঃ ইমন মিয়া- কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে গলায় মাছ আটকে রবিউল আউয়াল (৩) নামের এক শিশু মারা গেছে।
রোববার সকালে এ ঘটনা ঘটে।
রবিউল উপজেলার লক্ষীপুর গ্রামের বিরামখাঁর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে খেলতে খেলতে একটি জীবন্ত কই মাছ পায় রবিউল। এরপর সে মাছটি মুখে দিলে গলায় আটকে যায়। দ্রুত গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্বাসনালিতে মাছ আটকেই শিশুটির মৃত্যুহয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।
Please follow and like us: