
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবগঠিত বাঙ্গরা বাজার থানার ঐতিহ্যবাহী শ্রীকাইল কলেজ ও শ্রীকাইল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন নরেন্দনাথ দত্তের ৬৬ তম মৃত্যু বার্ষিকী শ্রীকাইল কলেজে পালিত হয়েছে।বুধবার শ্রীকাইল কলেজে অবস্থিত প্রতিষ্ঠাতার ‘অভক্ষপ্রতৃক্তি’তে কলেজের পক্ষ থেকে পুষ্পস্থপক অর্পণ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া মোঃগোলাম সারোয়ার। হিন্দু ধর্মীয় রীতি অনুসারে শ্রীকাইল দত্ত বাড়ীতে কলেজের(প্রর্দশক) শিক্ষক লিটন চক্রবর্তীর পরিচালনায় ‘হরি সভা’র আয়োজন করা হয়।ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত ১৯৩৫ সালে শ্রীকাইল গ্রামে তার পিতার নামে শ্রীকাইল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয় এবং ১৯৪১ সালে শ্রীকাইল কলেজ প্রতিষ্ঠা করেন। ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত ছিলেন চির কুমার তিনি ১৮৮৪ সালের ২১ সেপ্টেম্বর মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্রামের দত্ত পরিবারে জন্মগ্রহন করনেএবং ১৯৪৯ সালের ৬ এপ্রিল ভারতের কলকাতায় মৃত্যুবরন করেন।
Please follow and like us: