১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




মুরাদনগরে ভুয়া নিউজ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৪ ২০১৯, ১৫:৩১ | 748 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার মুরাদনগরে এমপির নামে ভুয়া নিউজ প্রকাশ করায় বিতর্কিত এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শাহিন ভূইয়া যুবলীগ নেতা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এর নামে ভুয়া নিউজ প্রকাশ করায় বিতর্কিত এই সাংবাদিকের বিরুদ্ধে বুধবার বিকেলে বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শাহিন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। অভিযুক্ত বিতর্কিত সাংবাদিক শরিফুল আলম চৌধুরী ডালিম (৪০) উপজেলার কাজিয়াতল গ্রামের আব্দুল মতিনের ছেলে। মামলার অভিযোগে জানা যায়, শরিফুল আলম চৌধুরী “জয় বাংলার জয়” নামে তার একটি নিজস্ব অনলাইন নিউজ পোর্টালে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এর বরাত দিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার ষরযন্ত্র করা হচ্ছে বলে এই শিরোনামে একটি ভুয়া নিউজ প্রকাশ করে এবং তা ফেসবুকে শেয়ার করে । কিন্তু গনমাধ্যমের কাছে এমন বক্তব্য দেননি এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন। তাই মনগড়া এবং মিথ্যা সংবাদ প্রকাশ করার দায়ে ওই বিতর্কিত সাংবাদিকের বিরুদ্ধে উপজেলার বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করা হয়। পরে মামলা দায়েরের খবর পেয়ে ওই সাংবাদিক তার ফেসবুক থেকে বিতর্কিত মিথ্যা সংবাদটি সরিয়ে নিলেও ততক্ষণে প্রায় শতাধিক শেয়ার হয়ে যায়। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেবের বরাত দিয়ে একজন বিতর্কিত সাংবাদিক একটি মিথ্যে বানোয়াট নিউজ ফেসবুকে প্রকাশ করেছে। আর এ ঘটনায় এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়। এতে শাহীন ভূঁইয়া নামে এমপি মহোদয়ের একজন অনুসারী বাদী হয়ে ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET