মোঃ ইমন মিয়া- মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের হাটাশ গ্রামের নিহত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া (৬৬) বার্ধক্যজনীত কারণে সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………..রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, ভাই-বোন ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে দক্ষিনপাড়া ঈদগাঁহ মাঠে জানাযা শেষে শাহজাহান মিয়ার লাশ স্থানীয় গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাযার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে কমান্ডার হারুনুর রশীদ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাঙ্গরা থানার এসআই মাহমুদুল হাসান রুবেল গার্ড যৌথ ভাবে অব অনার প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পূর্বধইর পশ্চিম ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান ও ইউপি সদস্য অলেক মিয়া প্রমুখ।
Please follow and like us: