শাহীন আলম :
আসন্ন কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ২২টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার লক্ষ্যে উপজেলা বিএনপি কার্যালয় থেকে শেষ দিনে সোমবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো উপজেলা বিএনপি’র থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক, বিএনপি নেতা মো: সামছুল হক মাস্টার, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মো: মোস্তফা, কায়কোবাদ ফোরামের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেদায়েত হোসেন, যুগ্ম-আহ্বায়ক মাসুম মুন্সী, সাংবাদিক মোশাররফ হোসেন মনির, উপজেলা সদর ইউনিয়ন মহিলা নেত্রী বিংরাজের নেছা প্রমুখ। উল্লেখ্য যে, গত ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৫দিন চলে এ মনোনয়ন ফরম বিতরণ।