কুমিল্লার মুরাদনগরে প্রাণঘাতি করোনার সংক্রমণ মোকাবেলায় সরকারের ঘোষিত লকডাউনের প্রথম দিনে নির্দেশনা অমান্য করায় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ও পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ভিবিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি মামলায় ৯ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ও সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে এই অভিযান চলছে। অভিযানের সময় লকডাউন উপেক্ষা করে অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখা, বিক্রেতারা মাস্ক না পরে ব্যবসা পরিচালনা করা, অপ্রয়োজনীয় ভাবে মাক্স না পরে ঘর থেকে বাহিরে বের হওয়াসহ বিভিন্নভাবে সরকারের নির্দেশনা ভঙ্গ করায় ১১টি মামলায় ৯ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল বলেছেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালিন সময় মুরাদনগর থানার এসআই হামিদুল ইসলাম, সাইফুল ইসমলামসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।