সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক মানববন্ধনের মাধ্যমে কর্ম বিরতি পালন করে স্বাস্থ্য সহকারীরা সংগঠন বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মুরাদনগর উপজেলাা শাখা।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কুমিল্লা জেলার সহ-সভাপতি এনামুল হক, যুগ্ম-সাধারন সম্পাদক মো: দেলোয়ার হোসেন, মুরাদনগর উপজেলা সাখার সভাপতি আব্দুল্লাহ আল বায়জিদ, সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগটনিক সম্পাদক গোলাম জাকারীয়া, মহিলা সম্পাদক লাভলী আক্তার, নজরুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।