বাগেরহাটের মোরেলগঞ্জে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি সহিদুল ওরফে সাইদুল মল্লিককে(৫৫) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৬ এর একটি আভিযানিক দল।শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে মোড়েলগঞ্জের ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিবার র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৯৮ সালে বাগেরহাটের মোরেলগঞ্জে চাঞ্চল্যকর সংখ্যালঘু নারী হত্যা মামলার প্রধান আসামী শহিদুল মল্লিককে (৫৫) মৃত্যুদন্ডাদেশ দেয় আদালত। উক্ত হত্যাকান্ডের পরে শহিদুল মল্লিক বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি নিজ এলাকায় ফিরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি পরিচালনা করছেন এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৬, (সদর কোম্পানীর) একটি চৌকস গোয়েন্দা দল তথ্য প্রযুক্তির আশ্রয়ে শহিদুল মল্লিককে আটক করে।
র্যাব আরও জানান, বহরবুনিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইদুল মল্লিক এদিন স্থানীয় বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালন শেষে এলাকায় ফেরার পথে তাকে আটক করা হয়। তাকে রবিবার বেলা ১১ টার দিকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করেছেন র্যাব-৬ এর সদস্যরা।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, শহিদুল মল্লিকের বিরুদ্ধে থানায় গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। র্যাব সদস্যরা আটক করে থানায় দেওয়ার পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us: