আজিম উল্যাহ হানিফ– হতদরিদ্র পরিবারের একমাত্র উর্পাজনকারী সজিব। ছোট বেলায় বাবা হারিয়ে পরিবারের হাল টানতে থাকে সজিব। বয়স মাত্র ১৬ বা একটু কম বেশি। পরিবারে আছে মা আর দুই বোন।এক বোন এসএসসি পরীক্ষা দিয়েছে। আরেকবোন বিয়ে হলেও সজীবের কাছে থাকে। মাও অনেকটা অসুস্থ। হালছাড়া এ পরিবারের হাল ধরতে বেছে নিয়েছে অটোরিক্সা। যে কি না এই বয়সে থাকতো পড়াশুনা নিয়ে,অন্য সবার মত খেলাধূলা,হৈ হল্লা কবে মাঠে বেড়াতো, সেই আজ অটো চালিয়ে জীবন সংগ্রামে ব্যস্ত। যার দিকে চেয়ে আছে আরও তিন তিনটা জীবন। জানা যায় সজীবের বাসা কুমিল্লার কান্দিরপাড় অশোকতলায়। কিন্তু আল্লাহপাক এর খেলা বুঝা বড় দায়। সপ্তাহ খানেক আগে টমছমব্রীজ এলাকায় অটো চালানোর সময় এক ট্টাফিক পুলিশ সজীবের হাতে আঘাত করে। আঘাতের চোটে সজীব অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। বাসায় কিছুদিন কাতরানো পরে সজীবের খালাতো ভাই আহসান ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে সজীবের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এবং ডাক্তার তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরার্মশ দেয়। সজীবকে দেখাশুনা কারী একমাত্র ব্যক্তি আহসান নিজ উদ্যোগে মাত্র কিছু টাকা নিয়ে ঢাকায় নিয়ে যায়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের ৯ তলায় ১ নং ইর্মাজেন্সিতে চিকিৎসাধীন আছে।
সজীবের চিকিৎসা করতে প্রায় আড়াই লাখ টাকার প্রয়োজন। যা সজীবের পরিবারের পক্ষে কখনই সম্ভব না। এমন অবস্থায় একমাত্র সহযোগিতাই আল্লাহ সজীবকে আরোগ্য করতে পারেন। যোগাযোগ ০১৭১০-২০৬৮৯৭ (কাউসার আহসান) ০১৬৮৮-৪২১৯১১ বিকাশ।সমাজের বিত্তবানদের আন্তরিক সহযোগিতা কামনা করছে সজীবের পরিবার।