ফেনী প্রতিনিধি– এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মো. রাদ শারার কাশেম। ফেনী সরকারী পাইলট হাই স্কুল’র মেধাবী এ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ হতে এ কৃতিত্ব লাভ করেন। রাদ ফেনী পিটিআই’র প্রশিক্ষক আবুল কাশেম ও দাগনভূঞা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিবি তহুরা দম্পতির বড় পুত্র। রাদ জানায়, সে বড় হয়ে নাসায় কাজ করতে আগ্রহী।
Please follow and like us: