নির্বাচনী কাজে পুলিশের গাড়ি রিকুইজিশনের প্রতিবাদে মেহেরপুরে বাস-মিনিবাস মালিক সমিতি ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার পর বুধবার সকালে সাড়ে ১১টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, নির্বাচনী কাজে পুলিশ ফোর্স পাঠানোর জন্য গাড়ি রিকুইজিশন করা হয়। এর প্রতিবাদে মালিক সমিতি বুধবার সকাল থেকে ধর্মঘট পালন করছিল। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনা ফলপ্রসূ হওয়ায় মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।
এর আগে বাস রিকুইজিশনের প্রতিবাদে বুধবার সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। এতে মেহেরপুর-কুষ্টিয়া-চুয়াডাঙ্গা-মুজিবনগরসহ আন্তঃজেলার সব রুটের যাত্রীরা দুর্ভোগে পড়েন।
সে সময় বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানিয়েছিলেন, বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
ধর্মঘট প্রত্যাহারের পর তিনি জানান, নির্বাচনী কাজে বাস রিকুইজিশন করে দেশের বিভিন্ন জেলায় নেওয়া হয়। চতুর্থ দফার ইউপি নির্বাচনে আবারো পুলিশ গাড়ি রিকুইজিশন শুরু করে। এর অংশ হিসেবে সকালে তিনটি বাস রিকুইজিশন করে পুলিশ লাইনে নেওয়া হয়। এর প্রতিবাদে সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়।
তিনি জানান, পরে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে পুনরায় জেলার সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।