বাগেরহাটের মোংলায় ছাত্র বলৎকারের ঘটনায় মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে। পাশবিক নির্যাতনের শিকার শিশুর বাবা বাদী হয়ে মংলা থানায় এই মামলা দায়ের করেন।
মামলার আসামি আউয়াল সরদার উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা এলাকার তালিমুল কুরআন হাফিজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের সভাপতি। সে ওই এলাকার মৃত মহর আলী সরদারের ছেলে।
মাদুরপাল্টার তালিমুল কুরআন হাফিজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয় সুপার হাফেজ মাওলানা মো. তুহিন বলেন, মাদ্রাসার সভাপতির কাছ থেকে এমনটা আশা করিনি। এই প্রতিষ্ঠানে কোরআনের তালিম দেওয়া হয়। আমি কোনো মিথ্যাকে সমর্থন করবো না। যা শুনেছেন তা সত্য। প্রতিষ্ঠানটিকে বাঁচাতে হবে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, দুই সহোদর শিশুকে বলৎকারের অভিযোগ এনে তাদের বাবা মাদরাসা সভাপতি আউয়াল সরদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার পর থেকেই আসামি গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান শুরু করেছে।
Please follow and like us: